মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ১ টারদিকে নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকইর ব্রীজের পূর্বপার্শ্বে চাকলমা গামী পাকা রাস্তায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক নুর আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সেফায়েতপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আনছারুল ইসলাম (৩৫) ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি গ্রামের জামাল হোসেনের ছেলে মনির হোসেন (২০)।
তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতির আলামত উদ্ধার করে থানা পুলিশ। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার ২ নভেম্বর বিকালে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।