বন্দরনগরী চট্টগ্রাম তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর মুরাদপুর আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী জসনে জুলুস শুরু হয়।
এই জুলুসে অংশ নিতে আগের দিন রাত থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকেন। এছাড়া, বুধবার ভোর থেকেই বাস, ট্রাক, জিপ, মাইক্রোবাস, পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন আসতে থাকে।
ফলে নগরীর প্রবেশ মুখের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। সরেজমিন দেখা গেছে, কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে বহদ্দার হাট মুরাদপুর পর্যন্ত, অক্সিজেন থেকে মুরাদপুর, কর্ণফুলী নতুন ব্রিজ থেকে বহদ্দারহাটে তীব্র যানজট লেগেছে। অপরদিকে, দুই নম্বর গেইট থেকে বহদ্দার হাট, মুরাপদপুর থেকে অক্সিজেন সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।
কর্ণফুলী ব্রিজ থেকে যে যানজট শুরু হয়েছে তা বহদ্দার হাট পর্যন্ত রয়েছে। ২০ মিনিটের এই রাস্তা ২ ঘণ্টাতেও অতিক্রম করা যাচ্ছে না।’ এদিকে, জুলুসের আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দিয়ে যানজট নিরসনের চেষ্টা করতে দেখা গেছে। নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত সার্জেন্ট এবং ট্রাফিক সদস্যরা যানজট নিরসনেও কাজ করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।