মোঃ রিয়াদ গাজী, বরিশালঃ
বরিশাল শহরের প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মেট্রোপলিটন বন্দর থানাধীন এলাকা সেতুর পূর্বপ্রান্তে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কিশোর হচ্ছে- চয়ন, সিয়াম ও রাব্বি। উভয়ে ১৮ বছর বয়সি এবং তাদের বাড়ি বাকেরগঞ্জে বলে জানা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ কিশোর নিহত হয়।
ওসি জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এই ঘটনায় বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।