নুরুজ্জামান সরকার, স্টাফ রিপোর্টার: সভাপতি রাকিবুল হাসান তৌফিক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুষার কার্যকরী কমিটি ২০২২ অনুষ্ঠিত।গত ৩১ ডিসেম্বর ২০২১ ইং শুক্রবার বাঁধন’ কারমাইকেল কলেজ ইউনিট , রংপুর জোন কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২১ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন ( অধ্যক্ষ , কারমাইকেল কলেজ রংপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রোজাইন (উপাধ্যক্ষ, কারমাইকেল কলেজ রংপুর) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘বাঁধন’ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত উপদেষ্টা বৃন্দ, বাঁধন’ কারমাইকেল কলেজ ইউনিট,
রংপুর জোনের সম্মানিত উপদেষ্টা বৃন্দ ও সম্মানিত প্রাক্তন কর্মীবৃন্দ , উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের প্রতিনিধি বৃন্দ , বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ এবং বাঁধন’ কারমাইকেল কলেজ ইউনিটের কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে ২১ কার্ষকরি পরিষদের বাৎসরিক প্রতিবেদন পেশ করেন মোঃ সৌরভ হোসেন মিজান , সাধারণ সম্পাদক কার্যকরি পরিষদ ২০২১ এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ নুর আলম সিদ্দিক (নুর) সভাপতি কার্যকরি পরিষদ-২০২১ । উক্ত অনুষ্ঠানে ২১ কার্যকরি পরিষদ বাৎসরিক
প্রতিবেদনের মাধ্যমে বিদায় নেয় , এবং নবগঠিত ২০২২ কার্যকরি পরিষদ ঘোষণা করা হয় । সভাপতি রাকিবুল হাসান তৌফিক বলেন বাঁধন এর যে গুরু দায়িত্ব আমাকে দিয়ে সম্মানিত করেছেন তা নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ,
সেই সাথে বাঁধনের কর্মী শুভাকাঙ্ক্ষী ও রক্তদাতাদের সব সময় পাব বলে আশা করি। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুষার বলেন বাঁধন কারমাইকেল কলেজ ইউনিট এর ইতিহাস ঐতিহ্য কে লালন করে ধারণ করে নতুন কার্যকরী কমিটি কে সাথে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।