নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী): বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাংবাদিক মোঃ রিপন ইসলাম শেখ সহ-সম্পাদক নির্বাচিত। খুলনা সিটিতে ২০ ই মার্চ শনিবার বিকাল ৪ টায় খুলনার অভিজাত্য রয়েল ইন্টারন্যাশনাল হোটেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও আত্মপ্রকাশ ঘটে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে যখন কোন ক্রান্তিলগ্ন আসে ঠিক তখনই সাংবাদিকরা ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে সামনে থাকে ।
এছাড়া মফস্বলের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান।সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন আসক এর খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শরীফ মঞ্জর শামীম বাবু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএস এর মহাসচিব সুমন সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য আজগার বিশ্বাস তারা, বিশিষ্ট শিল্পপতি সোয়েব আরিফ, ক্রীড়ানুরাগি বদরুল আলম রয়েল, সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ আসলাম হোসেন, মোড়ল মুজিবুর রহমান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা শাহাদাৎ হোসেন শাওন, আনন্দ কুমার স্বর, মোহাম্মদ বেলাল হোসেন ,মাহবুব আলম সেলিম,খন্দকার সাইফুল ইসলাম মিলন , শাহ মামুনুর রহমান তুহিন, সাথী তালুকদার, আল আমিন খান, মাসুদ রানা, মমিনুর রহমান, ইনসাফ আহমেদ, শেখ জিল্লুর, মামুন মোল্যা, তরিকুল ইসলাম, শেখ জাহিদুর রহমান (প্রমুখ)।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবু হামজা বাঁধন। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেগম মন্নুজান সুফিয়ান এমপি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির খন্দকার আছিফুর রহমান কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুমন সরদার কে মহাসচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা ঘোষনা করেন। জাতীয় দৈনিক সবুজ নিশান ডিমলা উপজেলা প্রতিনিধি ও দৈনিক সাম্প্রতিক বাংলাদেশএর সম্পাদক সাংবাদিক মোঃ রিপন ইসলাম শেখ কে সহ-সম্পাদক হিসেবে নির্বচিত করায় তিনি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।