বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে নড়াইলের লোহাগড়ায়।

সোমবার ১০ জানুয়ারি লোহাগড়া উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর তত্ববধানে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল কতৃক এক হাজার এক শত জন নারী,পুরুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশক্রমে চলমান শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহনরত ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগন আর্তমানবতার সেবায় নিরলসভাবে বিভিন্ন জনসেবামুলক কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালনা করছে।

৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার এর সার্বিক তত্বাবধানে যশোর ও খুলনা অন্চলের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে এ ধরনের মানব সেবা পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অন্চলের মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দিচ্ছে। সব সময় বাংলাদেশে সেনাবাহিনী দেশের সকল প্রয়োজনে নিরলস ভাবে কাজ করে যাবে।