ধর্ম বর্ন নির্বিশেষে রক্ত দেবো হেসে হেসে এই শ্লোগান কে সামনে রেখে আজ ৪ বছর পূর্তি উপলক্ষ্যে আজ বিকাল ৪ ঘটিকায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্য ও ডোনার্সরা।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাকেরগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ লোকমান হোসেন ডাকুয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার, যুব উন্নয়ন অধিদপ্তর জনাব মোঃ দেলোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন খলিফা, বাকেরগঞ্জ ১১নং ভরপাশা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান খোকন, ১৩ নং প্রাদ্রীশিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ জাহিদুল ইসলাম বাবু, বাকেরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আবুল কালাম আজাদ,পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিল জনাব মোঃ খন্দকার জিয়াউল হক রিপন, ৭ নং ওয়ার্ড কাউন্সিল ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ খান মোহাম্মদ সেলিম,১,২,৩ নং মহিলা কাউন্সিল জনাব অঞ্জু রানী, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম ডাকুয়া, বাকেরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ কাওছার হোসেনের হাওলাদার সহ বাকেরগঞ্জ সেচ্ছাসেবী ১০ টি সংগঠন এ সময়ে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবে সভাপতি জনাব মোঃ মুশফিকুর রহমান দোলন

বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাবের প্রত্যাশা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে ব্লাড ডোনার তৈরি হওয়া। এই সংগঠন টি এই ৪ বছরে প্রায় (৩০০০- ৪০০০) রোগী কে ব্লাড দিয়ে সাহায্য করেছে, এবং এই মহামারি করোনা ভাইরাস এবং ভয়াবহ ডায়রিয়া প্রকোপে তাদেরকে নানা ভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ যেমন মাদক নিয়ন্ত্রণ, বৃক্ষ রোপণ,বাল্যবিবাহ সহ নানা রকম কাজে যুক্ত থাকে এই মানবতার সংগঠনটি।