রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান এর বদলিজনিত বিদায় এবং কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর আগমন উপলক্ষ্যে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাগমারা উপজেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন।
বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমানকে বিদায় সংবর্ধনা এবং সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরণ করা হয়।
বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বাগমারা উপজেলা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সার ডিলার প্রভাষক জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান, সদ্য যোগদানকৃত কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বারীক, বাগমারা বিসিআইসি সার ডিলার এসোসিয়েশনের সাবেক সভাপতি আকতারুল আলম, বিসিআইসি সার ডিলার হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইসি সার ডিলার বিষ্ণুপদ সাহা, রামকুমার সাহা, আব্দুর রউফ, আফাজ উদ্দিন, মালেক সরদার, আব্দুস সোবহান, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুস সালাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সহ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান পদন্নতি পেয়ে এডিডি হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলায় বদলি হলেন। অপরদিকে বাগমারায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করলেন আব্দুর রাজ্জাক। ইতোপূর্বে তিনি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা কৃষি কর্তাকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।