স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া (যশোর): আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো শ্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় জাতীয় কণ্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবন্#ী৩৯;র
সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন, প্যানেল মেয়র শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সেমিমুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাতেমা সুলতানা, বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।