বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়া ঠান্ডা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক প্রচার অব্যাহত রেখেছে।

বুধবার সকালে থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণসহ তা ব্যবহারের ক্ষেত্রে মানিষিকতা তৈরিতে উদ্বুদ্ধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা। এর আগে গত মঙ্গলবার উপজেলা সদরের বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।