স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর)ঃ যশোরের বাঘারপাড়ায় গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে দশজন যাত্রী। সোমবার সকাল সাড় ১১টার দিকে উপজেলার দাঁতপুর বাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম রুস্তম মোল্যা (৫২)। তিনি বাঘারপাড়া উপজেলার বহরামপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয় পুলিশ জানায়, সামবার সকালে এস এ ট্রাভলসের একটি যাত্রীবাহী বাস যশোর থেকে যশোর-নড়াইল মহাসড়ক দিয়ে নড়াইল যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে বাসটি দাঁতপুর এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়নত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা দিয়ে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে চালক রুস্তম মোল্যা এবং কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত রুস্তম মোল্যাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। আহত সাইফুর রহমান(৪৫), রুহুল আমিন(৪২), আবু বক্কর(৪০) এবং মা. জামালক(৫৫) বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। সাইফুর রহমানের অবস্থা আশংকাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিতীশ বিকাশ দত্ত বলেন, নিয়নত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসচালক রুস্তম মোল্যা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।