স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় করোনাকালে ক্ষতিগ্রস্থ অর্ধশত অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৈত্রী ভলান্টিয়ার্সের বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, সংগঠনটির বাঘারপাড়া উপজেলা শাখার আহবায়ক ও ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) নেতা বিপুল কান্তি বিশ্বাস, ওয়ার্কার্সপার্টি (মার্কসবাদী) নেতা মলয় লস্কার, সুবোধ বিশ্বাস, হাসান আলী মন্ডল, আজাদ আলী, রুহুল আমীন, দাউদ হোসেন প্রমুখ।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল ও লবণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।