আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা ব্লাড ব্যাংকের আয়োজনে “বারিন্দ মেডিকেল কলেজে”এর সার্বিক তত্ত্বাবধানে শাহদৌলা সরকারী কলেজে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ব্লাড প্রদান উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ অক্টোবর) দিন ব্যপি বাঘা ব্লাড গ্রুপ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এ ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো, শাহরিয়ার আলম এম.পি।এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা,মাসুদ হাসান,সমন্বয়ক নুরুন্নবী সিয়াম,পিন্টু সরকার,স্বাধীন সরকার, সামিম মন্ডল,মোকাদ্দেস হোসেন,ও সিহাবসহ সংগঠনের সদস্য বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।