বাঘা প্রতিনিধি : রাশেদুল হক অন্তর রাজশাহীর বাঘায় রপ্তানিযোগ্য নিরাপদ আম উৎপাদন, সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি হয়। মঙ্গলবার (১১ই মে) উপজেলা অডিটোরিয়ামে ৫০ জন আম চাষী এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে আম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রহিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, তিনি বলেন – যে কোন প্রকার সহায়তা করবেন আম পরিবহনে, রপ্তানিতে।

আরও বলেন, রাজশাহীর আম বলে বিখ্যাত এই আম বাঘার আম নামে পরিচিতি লাভ পাবে এক দিন। পাকা আম গাছ থেকে নামানোর সময় নির্ধারিত সময়ের ৭ দিন আগে কিংবা পরে। উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক শামসুল আলম, বানিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খান,বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, এডভাইজার মঞ্জুরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।