বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের তীর থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করায় ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)। এ সময় দুইটি মাটিকাটা এক্সাভেটর ও মাটি পরিবহনের একটি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।