বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদের তীর থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করায় ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল (২২), বুলবুল (৪২), সাইফুল (২২), রাহাত (১৯)। এ সময় দুইটি মাটিকাটা এক্সাভেটর ও মাটি পরিবহনের একটি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

 

কলমকথা/সাথী