নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে থানার পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্টিত হয়েছে।
(৩০ অক্টোবর) শনিবার দুপুর ১২ টায় সময় বিরামপুর থানা চত্তরে এ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্টিত হয়।
বিরামপুর থানা আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, ১নং প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর (এপি) ম্যানেজার নরেশ ম্যারান্ডি, সাবে-ইন্সেপ্টর এরশাদ মিয়া, থানার পুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশনকে সহযোগীতা করবে এলাকার সচেতন জনগন, তবেই অপরাধ নির্মূল হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।