বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কালাজ্বর নির্মূল কর্মসূচীর আওতায় দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, কালাজ্বর নির্মূল কর্মসূচির এসএমও ডাঃ শরিফ মোঃ কাফি, ডাটা ম্যানেজার পংকজ কুমার ঘোষ, ইএসই আসাদুজ্জামান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।