বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের ডি-নথি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ই এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এসময় উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলছুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক আজহার ইমাম প্রমূখ। উদ্বোধনী অনুৃষ্ঠানে উপজেলা নির্বার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তরের লক্ষ্যে সরকারি দাপ্তরিক কাজকে আরও দ্রæত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ই-ফাইলিং ব্যবস্থার আপডেট ভার্সন ডি-নথি প্রবর্তন করেছে। এলক্ষ্যে দিনাজপুর জেলাধীন বিরামপুর উপজেলার সরকারি ২৫টি দপ্তরে ই-ফাইলিং সুষ্ঠভাবে সম্পাদনের জন্য উপজেলা ভিত্তিক তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।