বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলা ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের ৮৪জন পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। (৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মহসিয়া তাবাসসুম, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।
এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু নব-নির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদেরকে নিষ্ঠার সাথে কর্তব্য ও দায়িত্ব পালন করতে হবে। বিরামপুর উপজেলায় নির্বাচন কমিশনারের তফসিল অনুযায়ী গত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।