আবু রায়হান(স্টাফ রিপোর্টার): আজ ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, এবারের প্রতিপাদ্য বিষয় “সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্বাস্থ্য” দিবস-টি উপলক্ষে যশোর কালেক্টরেট চত্বরে সকাল ১০ টায় যশোর সিভিল সার্জন অফিস এর আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের হয়, কালেক্টরেট অফির চত্বর থেকে র্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু মুর্যাল প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট অফিস চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের মাননীয় জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন জনাব ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইনুর সামাদ এবং সিভিল সার্জন অফিসের কো-অর্ডিনেটর ডাঃ মোঃ মাশহুরুল হক।
এবং এফপিএবির যশোর জেলা কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, জেলা এনজিও সমন্বয়কারী মোঃ শাহজাহান নান্নু, ঢাকা আহসানিয়া মিশনের জেলা সেন্ট্রাল ম্যানেজার মোঃ আমিরুজ্জামান লিটন, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিস পারুল আক্তার,তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন অর্পন মানব কল্যান সংস্থার মুখপাত্র মোঃ মেহেদী হাসান সহ জেলার বিভিন্ন এনজিও এবং সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন যশোরের স্বাস্থ্যসেবার বিভিন্ন কৃতিত্ব তুলে ধরেন,এবং যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারা বাংলাদেশে প্রথম হওয়া এবং চৌগাছা সহ জেলার মোট চারটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় স্বাস্থ্য মন্ত্রী পুরস্কার-২০২০ পাওয়া সহ, করোনা কালীন সময়ে জেলায় স্বাস্থ্য সেবার উপরে এনজিও কর্মীগণ সহ জেলার সর্বস্তরের স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বিশেষ কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।