নাসিম আক্তার, বেনাপোল( যশোর) প্রতিনিধি: ভারত থেকে  লাইফ সাপোর্টের আরো ২৯ টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। চতুর্থ চালানে আজ এই অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহন করেন। এ নিয়ে দেশে এলো মোট  ১০০টি অ্যাম্বুলেন্স।
জানা যায়,বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেটপাশ (আইজিএম) জমা দিয়েছিলেন।
উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের এই অ্যাম্বুলেন্স কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাল ঢাকার উদ্দেশে রওনা হবে।
ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনাপোল শুল্ক হাউজ থেকে ছাড়পত্র পাওয়ার পর এগুলো সোমবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাকি ৯টি অ্যাম্বুলেন্স এই মাসের শেষে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।