রাজশাহীর দুর্গাপুরের বেলঘরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারপিট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
মারপিটে গুরুতর আহত শরিফুল ইসলামকে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
দুর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে ও সাংবাদিকদের কাছে বাদীর অভিযোগ সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে মৃত ইয়াদুল ইসলামের পুত্র শরিফুল ইসলামের সাথে একই গ্রামের আহাদ আলীর ওয়ারিশদ্বয়ের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
গত ১৯ মে বুধবার আনুমানিক বিকেল ৪ ঘটিকার দিকে শরিফুল ইসলামের প্রতিপক্ষ সাইফুল ইসলামের পুত্র শফিকুল ইসলামের নেতৃত্বে তার নিজ পিতা সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ ৭/৮ জন শরিফুল ইসলামের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রস্বস্ত্রে সর্জিত হয়ে হামলা চালায়।
শরিফুল ইসলাম প্রতিপক্ষের ভয়ে নিজ স্বয়নকক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়।
শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের সদস্যরা শরিফুলের স্বয়নকক্ষে দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। এর এক পর্যায়ে শরিফুল ইসলামকে ঘরথেকে টেনে হিঁচড়ে বের করে এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকে এসময় স্বামী শরিফুল ইসলামের কে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে স্ত্রী বিলকিস বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাকেও মারপিট করে আহত করে।
প্রতিপক্ষের মারপিটের মাটিতে লুটিয়ে পড়লে আহত শরিফুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম বলেন, এ বিষয়ে অভিযোগ হয়েছে। সরজমিনে গিয়ে সাক্ষীদের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।