তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে বিএনপিতে যোগদানকারী আ’লীগ নেতার ছেলে মোস্তফা জামান সিদ্দিকী এ বছর আ’লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন। তিনি ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।
২০০৪ সালের ১৭ নভেম্বর আ’লীগ নেতা মো. আলাউদ্দিন ও ছেলে মোস্তফা জামান সিদ্দিকী লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করেন। ওই যোগদানের সংবাদটি ওই সময়ে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা আল হেলালে ছাপা হয়েছিল। তার ফরম জমা দেওয়ার খবরে উপজেলা আ’লীগের কিছু নেতা কর্মীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল বলেন, ওই সময় মোস্তফা জামান সিদ্দিকীর বাবা আলাউদ্দিন আহমেদ বিএনপিতে যোগদান করেছিল।
মোস্তফা জামান সিদ্দিকী বলেন, স্বাধীনতার পর থেকে আমার পরিবার আ’লীগ করে আসছেন। বিএনপির সময় আমরা অনেক মামলা খেয়েছি। আমার বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।