ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিতকরণে পাঁচতলা ভবন উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন নব নির্মিত ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন। এতে বক্তব্যদেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক সেলিনা হোসেন , ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান,পৌর মেয়র সেলিম রেজা লিপন , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম, শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. গোলাম কবির প্রমুখ ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন অজ্ঞাত কারণে উপস্থিত না থাকায় তার সমর্থিত অনেক নেতাকর্মী ও অনুসারী অনুষ্ঠানস্থল ত্যগ করে চলে যেতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা থেকে ১০০শয্যায় উন্নীতকরন নতুন ভবনটি ফরিদপুর জেলার মধ্যে উপজেলা পর্যায়ে এটাই প্রথম। এর ফলে স্থানীয়ভাবে স্বাস্থ্য সেবার মান অধিকতর উন্নত হবে। এতে বোয়ালমারী আশপাশের উপজেলা গুলোও জরুরি স্বাস্থ্য সেবার আওতায় আসবে। এই ভবন নির্মানের ফলে হাসপাতালটি থেকে ১০০ শয্যার বেড, কেবিন, অপারেশন থিয়েটার, এক্সেরে, প্যাথলজিসহ রোগিরা বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের স্বাস্থ্য সেবা পাবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।