তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ অক্টোবর)
সন্ধ্যায় থানা রোডে আওয়ামী লীগ কার্যালয়ে পৌর শ্রমিকলীগের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে আ.লীগ কার্যালয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মহিলা সম্পাদিকা তামান্না প্রমুখ।
অপরদিকে শ্রমিকলীগের অন্য গ্রুপ দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার পৌরসদরের কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সদস্য আলী আকবর,
বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আকতার তপন, সাবেক মহিলা কাউন্সিলর মনিকা রাজবংশী, শ্রমিক নেতা কাজী আব্দুল্লাহ আল রশিদ, মো. কবির মোল্যা, আরিফুজ্জামান আরিফ, বাবুল হোসেন, মামুন মোল্যা, বিল্লাল প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।