তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা যোগদান করেছেন।

উপজেলা হিসাব রক্ষক অফিস সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ গত বৃহস্পতিবার বোয়ালমারী উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা হিসেবে (অতিরিক্ত দায়িত্ব পালন) যোগদান করেন। পূর্বের কর্মকর্তা আ. আওলাদ হোসেন বদলি হয়ে সদরপুর উপজেলায় যাওয়ায় তিনি যোগদান করেন।

আলাউদ্দিন আল আজাদ বলেন, আ. আওয়াল হোসেন বদলি হয়ে যাওয়ায় আমি এই উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন হিসেবে গত বৃস্পতিবার যোগদান করেছি। বৃহস্পতিবার যোগদান করলেও সোমবার (২৪ জানুয়ারী) থেকে কাজ শুরু করেছি।

নতুন হিসাব রক্ষক কর্মকর্তা যোগদানের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রকিবুজ্জামান মিলন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

কলমকথা/বি সুলতানা