তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভোট গণনায় সুক্ষ কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার জন্য উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সোমবার (২৭ ডিসেম্বর) রুপাপাত ইউনিয়নের সংরক্ষিত মহিলা প্রার্থী মোছা. লাখি বেগম ও মোছা. নিরুফা বেগম।
লিখিত অভিযোগে উল্লেখ করেন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং রুপাপাত ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ভোট গণনায় সুক্ষ কারচুপি করা হয়েছে। ভোট গণনার সময় সূর্য্যমুখী ফুল প্রতিক এবং হেলিকপ্টার প্রতিকের প্রাপ্ত ভোট আর্থিক লেনদেনের মাধ্যমে বক প্রতিকের সাথে যুক্ত করে অন্যায় ভাবে বক প্রতিককে নির্বাচিত বলে ঘোষনা করেছে।
এ ব্যাপারে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, যদি পুনরায় ভোট গণনা করতে হয় তা হলে আদালতের অনুমতি লাগবে। আদালতের অনুমতি ছাড়া পুনরায় ভোট গণনা করার নিয়ম নেই। ভোট কেন্দ্রের সকল জিনিস আমাদের কাছে ১ মাস থাকবে। ১ মাস পর নির্বাচন কমিশন আমাদের অফিস থেকে নিয়ে যাবেন। এই ১ মাসের মধ্যে যদি অভিযোগকারীরা আদালতে মামলা করেন আর আদালত যদি আমাদের পুনরায় ভোট গণনার অনুমতি দেন তা হলে গণনা করতে পারবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।