তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও লঙ্কারচর এলাকায় মধুমতী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার (২০ অক্টোবর) থেকে রাত ৮টা পর্যন্ত মধুমতী নদীতে পরিচালিত অভিযানে সাত হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়। জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে সাত হাজার ৫০০ মিটার অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।