তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিদ্যালয় কতৃপক্ষ নিয়োগের জন্য পত্রিকায় ৪ বার বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। নানা রকম জটিলতায় নিয়োগ স্থগিত হয়ে যায়। নিয়োগ ফিয়ার করার জন্য শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক উপস্থিত থেকে নিয়োগ পরীক্ষা সম্পূর্ন করেন।
প্রধান শিক্ষক পদে আবেদন করেন ১৬ জন, পরীক্ষায় অংশ গ্রহন করেন ৫ জন। মোখিক পরীক্ষায় অংশগ্রহন করেন ৪ জন। এদের মধ্যে সর্বচ্চ নম্বর পেয়ে প্রথম হন কাদিরদি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিৎ কুমার সাহা। নিয়োগ কমিটিতে ছিলেন, ডিজির প্রতিনিধি বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপপ্ত প্রধান শিক্ষক এটিএম চুন্নু মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, কাদিরদি উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাফিউল আলম মিন্টুসহ ৫জন।