তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিন উপজেলা যুবলীগ পালন করেছেন।
জন্মদিন উপলক্ষ্যে বোয়ালমারী পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে যুবলীগ অফিসে গত শনিবার রাত ৭টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক মো. দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগ সদস্য মো. রেজাউল করিম রেজা, তুহিন বিশ্বাস, ময়না ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেন।