তৈয়বুর রহমার কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ১৮৩ জন ভিজিডি কার্ডধারী মহিলাকে গরু, ছাগল, দেশীয় হাস, মুরগী, স্বাস্থ্য ও পরিস্কার পরিছন্নতার উপরে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। হিলারি ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষন দেওয়া হচ্ছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় পরমেশ্বদী ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
পরিষদের সচিব মো. রিবুল জানান, পরিষদের আওতায় ভিজিডি ১৮৩ কার্ডধারী মহিলাকে গ্রুপ করে প্রশিক্ষন দেওয়া হবে। প্রতি গ্রুপে থাকবে ২৫ থেকে ৩০ জন। প্রতি মাসে তিনটি গ্রুপকে এ প্রশিক্ষন দেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সোলাইমান মোল্যা, হিলারি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী চায়না পারভীন, ইউপি সচিব রিবুল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।