তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের আ’লীগ বিদ্রোহী, স্বতন্ত্র চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারন (মেম্বার) ও সংরক্ষিক মহিলা সদসদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায়, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজমল হোসেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ জেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
আরো উপস্থিত ছিলেন, নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম, রিটার্নিং কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া, রিটার্নিং কর্মকর্তা ও সমবায় অফিসার মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এই উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর তফসিল অনুযায়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১০ ইউনিয়নে মোট ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।