তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের মতো সোমবার (১৮ অক্টোবর)  ফরিদপুরের বোয়ালমারীতে উদযাপিত হলো শেখ রাসেল দিবস ২০২১।
দিবসটি উপলক্ষে চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর আয়োজনে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পরিষদে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন।  পরে পরিষদের কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, মো. বাবলু শরীফ, চতুল ইউপি চেয়ারম্যান, জেলা যুবলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা যুবলীগের একাংশের আহবায়ক
শরীফ সেলিমুজ্জামান লিটু, ইউপি সচিব জাফর প্রমুখ।