তানভির আহমেদ হামিম | সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ সাদুল্লাপুরের ধাপেরহাট বোয়ালীদহ গ্রামের আজাহার আলী পরিবারটি গত ২০১৯ সেপ্টেম্বরে পারিবারিক কলহের জেরে বাড়ী থেকে বের হওয়ার একমাত্র পথ টি দির্ঘ প্রায় ২ বছর যাবৎ বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে রেখেছিলো প্রতিপক্ষরা।

স্হানীয় ভাবে পেশি শক্তি না থাকায় স্কুল পড়ুয়া পরিবারটি পরিজন নিয়ে দির্ঘদিন সীমাহীন দুর্ভোগ পোহায়।

স্হানীয় ভাবে এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছবি সহ ১৫ /৯/২০১৯ ইং তারিখে আজকের জনগন সহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। স্হানীয় ভাবে ফয়সালা না হলে আদালতের আশ্রয় নেয় অবরুদ্ধ আজাহার আলী পরিবারটি। দীর্ঘ শুনানী শেষে ১ এপ্রিল ২০২১ অবশেষে আদালতের রায় পান আজাহার আলী।

এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন সাদুল্লাপুর থানা পুলিশ কে সে মোতাবেক আজ ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শহিদুল ইসলাম, এ এস আই আলমগীর হোসেন সকাল ১০ঃ০০ টায় অবরুদ্ধ পরিবারটিকে রাস্তা ফিরে দেয়।
অবরুদ্ধ পরিবারটি রাস্তা ফিরে পাওয়ায় আজ যেন আনন্দে ঈদের দিন শুরু হয়েছে।