এইচ এম রাসেদ: রাজশাহীর বাগমারার মাদারীগঞ্জ বাজারে সোমবার বিকাল ৪টায় ব্যাংক এশিয়ার উদ্যোগে প্রান্তিক মৎস্যচাষীদের আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণে সর্ব শ্রেণির মৎস্যচাষী এবং মৎস্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়া মাদারীগঞ্জ এজেন্ট আউটলেটের এজেন্ট রজব আলী খন্দকার (শিমুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এজেন্ট ব্যাংকিং রাজশাহী ডিভিশনের রিজিওনাল ম্যানেজার খাদেমুল ইসলাম মনি।
সিআরএম প্রধান খন্দকার মুঞ্জুরুল হোক লুপিন, ডিস্ট্রিক্ট ম্যানেজার তুহিনসহ ব্যাংক এশিয়া মাদারীগঞ্জ এজেন্ট আউটলেটের সকল কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধি।
অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রান্তিক মৎস্যচাষীদের ব্যাংক এশিয়ার সহজ শর্তে বিভিন্ন মেয়াদী ঋণ কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।