ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ২০১ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে অভিযান চালিয়ে র্যাব-১৪ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, শেখ আব্দুল নয়ন (৩০) ও রাজু মিয়া (৩৮)। এ সময় একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল শনিবার সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২০১ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ আব্দুল নয়ন (৩০) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গিমান্টাকাটি গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে এবং রাজু মিয়া (৩৮) নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের আশু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তারা মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।