আজাদুল বারী, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে ২ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের দুই পাশে ৮০০ তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বনায়ন প্রকল্পের আওতায় এই চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, টোব্যাকো কোম্পানির এরিয়া ম্যানেজার কামাল হোসেন, লীফ অফিসার আরিফুর রহমান ও স্থানীয় সুধীজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।