বড়াইগ্রাম,নাটোর,প্রতিনিধিঃ আজাদুল বারী দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, প্রতিমা ভাংচুর ও বসতবাড়ি লুটপাটের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার জনগণকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বনপাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালিতে অংশগ্রহণ করেন ।

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগ এর স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী নাহিদ ইভা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন সহ অন্যান্যরা।