ভারতের মেঘালয় থেকে আটটি বন্য হাতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলায় অবস্থান নিয়েছে। বন্য হাতির এমন আকস্মিক আগমনে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) ভোরে হাতিগুলো বাংলাদেশে প্রবেশ করে।

টিলার বাসিন্দা রবিকুল ইসলাম বলেন, হাতিগুলোকে সরিয়ে দিতে সকাল থেকে টিন-ঢোল বাজিয়ে উচ্চ শব্দ তৈরি করা হচ্ছে। তবে হাতি মানুষের কোনো ক্ষতি করছে না।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির বলেন, ভারতীয় ৮টি হাতি বাংলাদেশে প্রবেশে করছে। হাতিগুলো যাতে জনসাধারণের কোনো ক্ষতি না করে এবং হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে বন বিভাগের লোকজন, বিজিবি ও পুলিশ প্রশাসন কাজ করছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার সীমান্ত অতিক্রম করে হাতি প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

কলমকথা/সাথী