জিএম,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ‘করোনা যোদ্ধা’ খ্যাত মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশনের সাথে স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রোমে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে সাংসদ কাজিম উদ্দিন আহমেদ ধনু তাকওয়া ফাউন্ডেশণের মানবিক কাজের ভূয়সী প্রসংসা করেন। পরে তিনি ৫ টি অক্সিজেন সিলিন্ডারের মূল্য চেক প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে সংগঠনের অনুসাঙ্গীক খরচের জন্য ২০ হাজার টাকা প্রদান করেন। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্যকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ ও পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম ৫টি করে অক্সিজেন সিলিন্ডার প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শতকত আলী প্রমুখ। উল্লেখ্য, তাকওয়া ফাউন্ডেশন করোনায় নিহত ২৮ জন নারী ও পুরুষের লাশ দাফন করেন। এছাড়াও করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা প্রদান করছেন।