জিএম,ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১১আগস্ট) সকালে ভার্চুয়ালে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইসচেয়ারম্যান শেলিনা রশিদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,ভালুকা মডেল থানা ওসি(তদন্ত) শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আউয়াল তালুকদার,শিক্ষা অফিসার জুয়েল আশরাফ,কৃষি অফিসার জেসমিন জাহান,ভালুকা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সংযুক্ত ছিলেন। এসময় বক্তারা সরকারী নির্দেশনা অনুসরন করে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট দিনটি পালনের আহবান জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।