মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ এর অর্থ আত্মসাথের অভিযোগে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকাকে বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (০৮ আগষ্ট) মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ৬ হাজার ১শ ৭৮ হতদরিদ্র পরিবারের মাঝে ৪শ ৫০ টাকা করে ২৭ লাখ ৮০ হাজার ১শ টাকা ভিজিএফ এর বরাদ্দ আসে। গত ১৩ মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যান ৩ হাজার ১শ ৫০ পরিবারের মাঝে টাকা বিতরন করেন।
বাকী ৩ হাজার ২৮ পরিবারের ১৩ লাখ ৬২ হাজার ৬শ টাকা চেয়ারম্যান তার নিজস্ব ব্যাংক হিসাব নম্বারে গচ্ছিত রাখেন। ভিজিএফ এর টাকা হতদরিদ্রদের মাঝে ঈদের আগে বিতরন না করে চেয়ারম্যান তার নিজের হিসাব নম্বারে জমা রাখার অপরাধে ও সরকারি টাকা আত্মসাথের অভিযোগে ওই দিন (১৩ মে) উলিপুর থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে জেলা প্রশাসক কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন।
এরই প্রেক্ষিতে ৮ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মো. আবুজাফর রিপন পিএএ স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি গুনাইগাছ ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করার সময় ঐ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গঠন করা ছিলোনা। তাই আমরা ডিসি অফিসে চিঠি দিয়েছি প্যানেল চেয়ারম্যান গঠন করার জন্য। এখন পর্যন্ত প্যানেল চেয়ারম্যান গঠনের কোন চিঠি আমরা পাইনি। এ ব্যাপারে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা জানান, এ বিষয়ে কোন পত্র পাইনি এবং সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।