খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে তিন দিনব্যাপী বসন্তবরণ উৎসবে আজ সোমবার শেষ দিন। দুপুরে মেলায় উপচেপড়া ভিড় চোখে পড়ে।

বাহারি সাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় এসেছেন। খুলনা অনলাইন শপিং এর আয়োজক। মেলার আয়োজক ফাতেমা আফরোজ জানান, এখানে ৪৭টি স্টল রয়েছে। দুটি রয়েছে রেডি ফুডের। তাছাড়া হস্তশিল্প, কুটিরশিল্প, নানান কসমেটিকসসহ মহিলা ও বাচ্চাদের নিত্য দিনের প্রয়োজনীয় সকল কিছুই মেলার স্টলগুলোতে রয়েছে। খুলনাবাসী মেলায় দারুণ সাড়া দিয়েছে। বিশেষ করে আজ বিশ্ব ভালোবাসা দিবসে মেলায় দেখা গেছে উপচেপড়া ভিড়।