মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে রোববার (২৮ নভেম্বর) সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগ থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা স্বস্তি প্রকাশ করছে। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান,
৭টি ইউপিতে ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ১১ হাজার ৬৩৪ জন। ২৮ নভেম্বর চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মেম্বার পদে ৫৯জন এবং সাধারন সদস্য পদে ১৯৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। তিনি আরো জানান, ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধি ৫জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাধারন মেম্বার পদে ৬জন ও সংরক্ষিত মেম্বার পদে ২জন নির্বাচিত হয়েছেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।