এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরের গৌরীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মোঃ তানভীর হোসেন মুরাদ নামের এক যুবককে পথের মাঝে গতিরোধ করে মারধর ও পরে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে মারধরের স্বীকার হওয়া তানভীরের মা মোছাঃ মরিয়াম বেগম বাদী হয়ে বিজ্ঞ অতিঃচীফ জুডিঃ ম্যাজিঃআমলী মণিরামপুর আদালতে একটি মামলা দায়ের করেছে।
গত ২০শে জুন(সোমবার)আদালতে দায়েরকৃত মামলার বিবরনীর তথ্যমতে,গত সোমবার (২০শে জুন) রাত আনুমানিক ৭:৩০মিঃ এর দিকে মণিরামপুর উপজেলার গৌরিপুর শেখ রাসেল একাডেমির সামনে উপজেলার রতনদিয়া গ্রামের মোঃ রুহুল কুদ্দুসের ছেলে মোঃ তানভীর হোসেন মুরাদকে একা পেয়ে উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের মোঃ সামাদ মোড়লের ছেলে মোঃ মফিজুর রহমান মফিজ সহ গতিরোধ করে ১০/১২জনের সন্ত্রাসী দল।এ সময় একই গ্রামের মোঃ গোলাম মোক্তাদীর,মোঃ গোলাম রাব্বানী,মোঃ মশিয়ার রহমান,মোঃ বজলু গাজী,মোঃ রোজাউল ইসলাম দূর থেকে দেখে ফেলে।
মামলায় দেওয়া স্বাক্ষীদের তথ্য হতে আরো জানা যায়,আসামী মোঃ মফিজুর রহমান মফিজ, গৌরীপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম ও তার ছেলে মোঃ হাসিবুর রহমান,উপজেলার সিংহের খাজুরা গ্রামের মোঃ ফজর আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান,গৌরিপুর গ্রামের আহাদ আলী ফকিরের ছেলে মোঃ মুরাদ ফকির এবং একই গ্রামের আছিরউদ্দীন ফকিরের ছেলে মোঃ হাবিবুর ফকির দলবদ্ধভাবে পূর্ব জেরে মুরাদকে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।আহত মুরাদ প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাড়িভাবে মারধর করে।ঘটনার পর আসামিরা মুরদাকে জিম্মি করে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে।টাকা না দিলে মুরাদকে মেরে ফেলার হুমকি দেয়।জিম্মি থাকা মুরাদ উপায় খুজে না পেয়ে তার কাছে থাকা দুই হাজার টাকা দিয়ে দেয়।
এ সময় আসামীরা চাদার বাকি টাকা বুঝে দেওয়ার জন্য মুরদকে ১৫ দিনের সময় দেয়।না দিলে ভিকটিম মুরাদকে খুন,গুমের হুমকিও প্রদান করে।এ ঘটনাটি বাকি স্বাক্ষীরা রাজজগন্জ পুলিশ ফাড়িকে অবহিত করে,পুলিশ স্বাক্ষীদের সহযোগিতায় আহত অবস্থায় তানভীর হোসেন মুরাদকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার চিকিৎসক হিসাবে মুরাদের মারধরে আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।