নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সালেহা বেগম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভালোভাবে চলাফেরা ও হাঁটাহাটি করতে পারেন না। তার প্রয়োজন ছিলো একটি হুইল চেয়ার। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়।
বিষয়টি যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর সহধর্মিনী শাহানা পারভীনকে জানাইলে তিনি তাৎক্ষনিক মঙ্গলবার (০৯ এপ্রিল) একটি হুইল চেয়ার প্রদান করেন।
প্রতিবন্ধী সালেহা বেগম মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের আ: সামাদ গাজীর মেয়ে।
হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে সালেহা বেগম বলেন, আমি হাটাহাটিঁ তো দূরের কথা বাড়িতে আমার কাজ গুলোই করতে পারিনা। এখন এমপি সাহেবের স্ত্রী আমার একটা হুইল চেয়ার দিয়েছেন। আমি খুব খুশি। আমি তার জন্য দোয়া করছি। এখন আমি অন্তত একটু চলাফেরা করতে পারবো। কোন সমস্যা হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।