জেমস আব্দুর রহিম রানা: মণিরামপুরে মাটির নিচ থেকে ৩৪৩ টা রুপার মুদ্রা উদ্ধার হয়েছে। বুধবার রাতে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর গ্রাম ও ঝিকরগাছা উপজেলার পারাডাঙ্গা গ্রাম থেকে ঝাঁপা পুলিশ প্রথমে ২৯৯ টি ও পরে ৪৪ টি রুপার মুদ্রা উদ্ধার করেছে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হোসেন জানান,
বুধবার দিনের বেলায় মুক্তারপুর গ্রামের জহুরুল, লাভুসহ ৩ জন একই গ্রামের রফিকের উচু জমি থেকে মাটি কাটার কাজ করছিল। এ সময় তারা মাটির নীচে মুদ্রা গুলো দেখতে পায়। মুদ্রা গুলো নিয়ে তারা গোপন করে ফেলে। পরে জানাজানি হলে পুলিশ সন্ধার দিকে জহুরুলের বাড়ি থেকে ২৯৯ পিচ মুদ্রা উদ্ধার করে।
এবং রাত ৯ টার দিকে লাভুকে নিয়ে ( সরিয়ে রেখে আসা মুদ্রা) ঝিকরগাছা উপজেলার পারাডাঙ্গা থেকে আরো ৪৪ পিচ মুদ্রা উদ্ধার করে পুলিশ। ঝাঁপা ফাড়ির ইনচার্জ জানাই, দুই ধাপে পৃথক স্থান থেকে ৩৪৩ টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মুদ্রা গুলো রুপার হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।