মণিরামপুর প্রতিনিধিঃ আসন্ন ২৮/১১/২০২১ইং মণিরামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক মোঃ ফজলুর রহমান ও মোঃ জামাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেন, দলীয় নির্দেশনা মেনে নৌকার পক্ষে সকলে মিলিত হয়ে কাজ করতে হবে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি প্রভাষক মোঃ ফারুক হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রাথীকে বিজয়ী করতে হবে। উপজেলার ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও যুগ্ম আহবায়ক মোঃ ফজলুর রহমান উভয়ে বলেন,
মণিরামপুর সকল ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রাথীর পক্ষে কাজ করতে হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নৌকার বাইরে কাজ করলে তাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।