ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর): পরিষ্কার পরিছন্নতা ঈমামের অঙ্গ পরিষ্কার পরিছন্নতা পারে আমাদের অসুখ থেকে সুরক্ষিত রাখতে। ব্যক্তি সচেতনতাই পারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমাজ গড়তে নিজ নিজ অবস্থান থেকে নিজের বাসার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই। এমন প্রবাদবাক্যর মধ্যে দিয়ে মনিরামপুনে ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
গত ১০ অক্টোবর (রবিবার) সকালে মনিরামপুর বিডি ক্লিনের সহযোগিতায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ আসাদুজ্জামান মোড়লের আয়োজনে বিভিন্ন মোড় গুলোতে ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব বাবুলাল চৌধুরী, প্রভাষক গৌতম রায়, বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপ মূখার্জী, জয়ন্ত চক্রবর্তী সহ বিডি ক্লিন এর সদস্য বৃন্দরা।