মোছাঃ মিম পারভীন,নিজস্ব প্রতিনিধি : মনিরামপুর বাজারের মধ্যে রাস্তা প্রশস্তকরণ যানজন নিরশন ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের সুব্যবস্থার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে ফলবাজারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এছাড়াও উপস্থিত ছিলেন দাউদ ইব্রাহিম,আজীম হোসেন,গোপাল মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী বাবর হাজী, আনিছুর রহমান,মুনাঈম হোসেন,মোল্যা গ্রুপের চেয়ারম্যান আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ, কামরুল, মারুফ হোসেন,ব্যবসায়ী হারুনুর রশিদ হারুন,ব্যবসায়ী মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, মাষ্টার আবুল কাশেম, খোকন,জবেদা খাতুন,রিতা পাড়ে, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক সুমন চক্রবর্তী,তহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী কর্মচারী ও নেতা কর্মী বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোর রাজারহাট টু চুকনগর সড়ক টি প্রশস্তকরণ হলেও মনিরামপুর বাজারের মধ্যে রাস্তা ছোট সড়কের মধ্যে দোকান ফলে চলাচলে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এইজন্য আমরা মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট দাবি মনিরামপুরে যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ করা সহ যে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে এটাও সঠিক ভাবে করার দাবি জানাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।